কালের সমাচার ডেস্ক ।
“চিন্তাটা ছিল নতুন কিছু করার।
শুরুটা সহজ ছিল না। ২০১১ এ প্রথম ওয়েব ডিজাইন দিয়ে শুরু করি।
ইউনিভার্সিটিতে ভর্তির আগেই ইচ্ছা ছিল কাজ করার। অনেকেরই ব্যাবসা আছে সেটা আরও সহজ হয় একটা ওয়েবসাইট থাকলে,
তাই শুরু করি নিজের একটা ওয়েবসাইট বানিয়ে। সেখান থেকেই শুরু কাজ করা।
কম খরচের মধ্যে বেষ্ট সার্ভিস দেয়ার ইচ্ছাটা ই বেশি ছিল সবসময়।
যাতে সবার হাতে থাকে একটি নিজস্ব প্লাটফর্ম । পরে সাথে যোগ হয় আরও ২জন।
তাদের হাতে এ্যাড হয় গ্রাফিক্স ডিজাইন।তারপর ইচ্ছাটা আশায় পরিনত হয়।
বর্তমানে গ্রাফিক্স ডিজাইন আর এনিমেশন এ কাজ করে যাচ্ছে কানিজ ফাতেমা চৈতী আর লোগো, ব্যানার, কার্ড,
টি-শার্ট সংক্রান্ত গ্রাফিক্সের কাজ করে যাচ্ছে অভ্রদিপ রায় গৌরব।”
এই কথা গুলো ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র নওশীদ আলম সায়েম এর।
তার ইচ্ছা শক্তিতেই আজ তার একটা স্টার্টআপ ‘ইজিটাল’।
সেই ইচ্ছা শক্তিতে আজ বর্তমানে বাংলাদেশ সহ বিশ্বের প্রায় ৯ টি দেশে ক্লায়েন্ট রয়েছে তাদের।
তাদের চাওয়া বিশ্বের প্রতিটি দেশে তাদের এই easital.com এর সার্ভিস গুলো ছড়িয়ে দিয়ে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করা।